বরেন্দ্রভূমির সন্তান। সাংবাদিকতা করছেন তিন দশক ধরে। অর্জনের ঝুলিতে আছে অপরাধবিষয়ক রিপোর্টিংয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। সেই সূত্রে জুটেছে দেশি-বিদেশি পুরস্কারও। বরেন্দ্রভূমির সন্তান। সাংবাদিকতা করছেন তিন দশক ধরে। অর্জনের ঝুলিতে আছে অপরাধবিষয়ক রিপোর্টিংয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। সেই সূত্রে জুটেছে দেশি-বিদেশি পুরস্কারও।বরেন্দ্রভূমির সন্তান। সাংবাদিকতা করছেন তিন দশক ধরে। অর্জনের ঝুলিতে আছে অপরাধবিষয়ক রিপোর্টিংয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। সেই সূত্রে জুটেছে দেশি-বিদেশি পুরস্কারও।বরেন্দ্রভূমির সন্তান। সাংবাদিকতা করছেন তিন দশক ধরে। অর্জনের ঝুলিতে আছে অপরাধবিষয়ক রিপোর্টিংয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। সেই সূত্রে জুটেছে দেশি-বিদেশি পুরস্কারও।
ঘরের একদিকে একটি কম্পিউটার অন করে রাখা। তার স্ক্রিনে শূন্য গ্যালারির মতো রুল টানা। কে কবে এসএসসি পাস করেছে, কে ঝরে পড়েছে, কে কোন চাকরিতে, কার স্বাস্থ্য কেমন–এসব তথ্য। অন্য পাশের দেয়ালে গ্রাম ধরে ধরে ভোটারদের ফিরিস্তি সেঁটে রাখা। আরেক দিকে ক্যামেরায় তোলা নানা ধরনের ছবির সারি। ঘরের মাঝখানে একটি বিছানাপাতা। তার ওপরে এলোমেলে করে রাখা কয়েকটি বই। শুধু নেই শাড়ির খসখস আর চুড়ির রিনিঝিনি। সব মিলে শোয়ার এ ঘরটি যেন একটি ‘তথ্য কেন্দ্র’। সেই ঘরে শুয়েই উন্নয়নের নকশা আঁকেন ৪৪ বছরের এক স্বপ্নবাজ ব্যাংকার। যে স্বপ্ন দেখতে সাত সমুদ্দুর তেরো নদী পারের ‘রাজত্ব’ ছেড়ে থানা গেড়েছেন শান্তিগঞ্জে। গেল বৃহস্পতিবার আমরা ...
আমার বিখ্যাত কোনো বন্ধু নেই। মানে, বড় লেখক, গায়ক, রাজনীতিক, অভিনেতা বা শিল্পী—কেউই নেই। ছোটবেলার অনেক বন্ধুর মধ্যে হয়তো বিপুল সম্ভাবনা ছিল, কিন্তু তারা কেউ খোলস ছেড়ে বেরোতে পারেনি। তা নিয়ে অবশ্য কোনো ক্ষেপ-আক্ষেপও নেই। সেই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে’। কাজেই, জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আশির আহমেদের সঙ্গে আমার আলাপ বা পরিচয় থাকার কোনো কারণও নেই। তাঁর সম্পর্কে যৎকিঞ্চিৎ জানতে পারি, জাকারবার্গের ‘অনাথ আশ্রম’ ফেসবুক পেজের কল্যাণে। কদিন আগে ফেসবুকের ফিডে কার যেন একটি চরণ এলো। পড়তে গিয়ে দেখি, সেটা আশির আহমেদের একটি লেখা থেকে...